THAKURGAON GOVT. BOYS' HIGH SCHOOL
স্কুল ইতিহাস

১৯৫৬ সালে স্থানীয় নেতৃবৃন্দ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দ্যোগ নেয়। পূর্বে প্রতিষ্ঠিত ২টি প্রাথমিক বিদ্যালয় একিভূত করে ডোমার বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি শিফট সকালে চালু করে বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাশ চালানো হবে। আরো সিদ্ধান্ত হয় যে, ডোমার বালক উচ্চ বিদ্যালয়কে ভবিষ্যতে সবার গ্রহন যোগ্য একটি সুন্দর মনোরম পরিবেশে স্থানান্তরিত করা হবে। এবং তাদের চেড়ে দেয়া বিদ্যালয়টি বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে দেয়া হবে। দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের একত্রিত করে ১৯৫৯ সালে মার্চ মাস থেকে বিদ্যালয়টির কার্যক্রমসহ ক্লাশ শুরু হয়। অদ্যাবধি প্রথতষ্ঠানটি সাফল্যের সঙ্গে তার সব রকম কার্যক্রম চালিয়ে যাচেছ।

THAKURGAON GOVT. BOYS' HIGH SCHOOL
Dynamic Calendar
Loading...
0
0
0
0
9
2
4