১৯৫৬ সালে স্থানীয় নেতৃবৃন্দ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দ্যোগ নেয়। পূর্বে প্রতিষ্ঠিত ২টি প্রাথমিক বিদ্যালয় একিভূত করে ডোমার বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি শিফট সকালে চালু করে বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাশ চালানো হবে। আরো সিদ্ধান্ত হয় যে, ডোমার বালক উচ্চ বিদ্যালয়কে ভবিষ্যতে সবার গ্রহন যোগ্য একটি সুন্দর মনোরম পরিবেশে স্থানান্তরিত করা হবে। এবং তাদের চেড়ে দেয়া বিদ্যালয়টি বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে দেয়া হবে। দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের একত্রিত করে ১৯৫৯ সালে মার্চ মাস থেকে বিদ্যালয়টির কার্যক্রমসহ ক্লাশ শুরু হয়। অদ্যাবধি প্রথতষ্ঠানটি সাফল্যের সঙ্গে তার সব রকম কার্যক্রম চালিয়ে যাচেছ।
বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযু্ক্তির মাধ্যমে দ্রুততার সাথে নির্ভুলভাবে যে কোন কাজ অনায়াসে করা সম্ভব। ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তাদের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে তথ্য প্রযু্ক্তির ব্যবহারের গুরুত্ব বিবেচনা করে ওয়েব সাইট খুলেছে। সম্মানিত অভিভাবক ও বিদ্যালয় সম্পর্কে জানতে আগ্রহী সুধীজন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ওয়েব সাইট ভিজিটের মধ্য দিয়ে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যাবলী, ফলাফল, নোটিশ, বিদ্যালয় সম্পর্কিত তথ্যাদিসহ সার্বিক কর্মকাণ্ডের একটি সম্যক চিত্র উপলব্ধি করতে পারবেন। এর মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সকলকে আমাদের ওয়েব সাইট ভিজিটে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।